মাহমুদুল হাসান (কবিরহাট উপজেলা) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ক্লান্তিলগ্নে গরিব দুঃখী মানুষের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ৬০ টি পরিবারের পাশে দাড়িয়েছে MAN FOR MAN সংস্থাটি। সংস্থাটি ২০১৬ সাল থেকে প্রতি বছর দুই ইদে দরিদ্রদের সাহায্য করে আসছে। করোনা মহামারীতে কিছু দিন পূর্বে ৩৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে সংস্থাটি। সংস্থাটির চেয়ারম্যান আবু ফাহাদ ও অন্যান্য সদস্যবৃন্ধরা সিদ্ধান্ত নেয় ঈদের আনন্দ কিছু মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার দরকার।তাই এই ক্লান্তিকর সময়ে ৬০ টি পরিবারের মাঝে ঈদের খাদ্য বিতরণ করেন। শুধু মাত্র গরিবদের মাঝে না, যে সব মানুষ তাদের আত্মসম্মানের কারণে মানুষের কাছে চাইতে পারে না সেই সব মানুষের খোঁজ নিয়ে রাতের আধারে তাদের কাছে ত্রাণ পৌছে দিয়ে আসে সংস্থাটির সদস্যবৃন্দরা। এই বছর ঈদুল ফিতর উপলক্ষে সংস্থাটি ১৮মে বিকাল বেলা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে। খাদ্য বিতরণ কর্মসূচিতে একজন নব মুসলিম উপস্থিত থাকেন। ব্যক্তিটিকে থাদ্য দেওয়া হয় এবং তার কষ্টের কথা শুনে তার কর্মসংস্থান তৈরির করে দেওয়ার কথা বলে সংস্থাটির সভাপতি। সংস্থাটির সভাপতি আবু ফাহাদ জানান, মানুষ মানুষের জন্য এই লক্ষ্যটি সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা মহামারীতে ৩৫ টি পরিবারের ভিতরে থাদ্য বিতরণ করার পর এবার সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ৬০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আমাদের কাছে আশা এই নব মুসলিম ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিবো। আমাদের সমাজের যারা সামর্থ্যবান তাদের প্রতি আমার অনুরোধ দেশের এই ক্লান্তিকর সময় এইসব মানুষের পাশে এসে দাঁড়ানো। তিনি আরো বলেন ইনশাআল্লাহ ঈদের পরের সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে ১০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করতে থাকবো যতদিন এই মহামারি শেষ না হয়। আপনারা সকলেই আমাদেরকে সহযোগীতা করবেন। ইনশাআল্লাহ আমরা মানুষের সেবাই সব সময় নিয়োজিত ছিলাম আছি থাকবো।MAN FOR MAN সংস্থার কার্যক্রমে সমাজের বিভিন্ন পেশার মানুষ সংস্থাটির প্রতি সন্তষ্টি প্রকাশ করেছেন। সংস্থাটির কার্যক্রম এবং নিয়ম উদ্দেশ্যের কারণে তাদের মন জয় করেছে।সংস্থাটি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মানুষের মনের মণিকোঠায়।