মাহবুবুর রহমান : নোয়াখালী বেগমগঞ্জে অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
রবিবার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকায় অভিযান চালাইয়ে আমিনুল ইসলাম প্রঃ মিন্টু(২৮), সহদোর ভাই আব্দুল মমিন(২৬) কে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড পিস্তলের গুলি সহ এবং একই বাড়ী হইতে আরেকটি দেশীয় তৈরী এলজি ও তিনটি কার্তুজ সহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলা রয়েছে এর মধ্যে আব্দুল মমিন এর বিরুদ্ধে একটি হত্যা মামলা ডিবি পুলিশের নিকট তদন্তাধীন রহিয়াছে।
এ বিষয়ে বেগমগঞ্জ অফিসার ইনচার্জ হারুনুর রশীদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।