গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম) :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় কমল মুন্সির হাট এলাকা হতে ২৭০০ পিস ইয়াবাসহ সেনোয়ারা বেগম (৩১) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
জানা যায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে পটিয়া থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে কক্সবাজার হতে ছেড়ে আসা একটি হাইসে তল্লাশি চালিয়ে একজন নারীর দেহ থেকে বিশেষ কায়দার মোড়ানো ২৭০০ পিচ ইয়াবা সহ অাটক করা হয়েছে।
গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইং গ্রামের ইলিয়াসের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত পটিয়া থানা পুলিশ সেকেন্ড অফিসার খালেদ জানান, ইয়াবা পাচারকারী সেনোয়ারা বেগম কক্সবাজার হতে ইয়াবা গুলো নিয়ে একটি হাইসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে আসার পথে কমল মুন্সির হাট এলাকায় আমরা গাড়ীটি প্রতিরোধ করে তল্লাশি চালিয়ে একজন নারীর দেহের ভাঁজে বিশেষ কায়দার মোড়ানো অবস্থায় ২৭০০ পিচ ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রজু করা হয়েছে। কাল সকালে জেল হাজতে পাঠানো হবে।