গিয়াস উদ্দিন, পটিয়া চট্টগ্রাম:
চট্টগ্রাম পটিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল (পটিয়া) এর যৌথ অভিযানে আজ (২৭ মে বুধবার)পটিয়া ডাক বাংলার মোড় দফাদার কলোনী, পটিয়া বাইপাস, ভাটিখাইন এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ ২ জন আটক করেছে।
আটককৃতদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ
এসময় তাদের ১১০ পিস ইয়াবা ২০০ গ্রাম গাঁজা এবং বিক্রির ১০২০০/- টাকা সহ ০২ জনকে আটক করে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেলের (পটিয়া) সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা কার্যালয় খ সার্কেল (পটিয়া) এর যৌথ অভিযানে পটিয়া ডাক বাংলার মোড় দফাদার কলোনী, পটিয়া বাইপাস, ভাটিখাইন এলাকায় বিকাল ০৬.০০ টায় তাদের আটক করা হয় । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।