পটিয়া,চট্টগ্রাম:
চট্টগ্রাম পটিয়ায় হামলার শিকার এক ফল ব্যবসায়ী ৪ দিন পর হাসপাতালে মারা গেছেন। নিহতের নাম মো. আবুল হাশেম (৩৮)। সে পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সিকদার বাড়ির মরহুম বদিউল আলমের পুত্র।
গতকাল সোমবার দুপুর ১২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, কিভাবে ফল ব্যবসায়ী মারা গেছেন তা জানেন না। কারা হামলা করেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।