নুর আলম সিদ্দিকী স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্হনা মাটিয়াল পাড়ার মোঃ আলতাফ হোসেনের পুত্র মোঃ রুহুল আমিন ডাক নাম (দাদু ভাই) তিনি ৩ এপ্রিল ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন বরবিল মন্হনা মাটিয়াল পাড়ার নিজ বাড়ীতে।
জানাযায় তিনি,রংপুর জেলার গংগাচড়া উপজেলার পাকুড়ীয়া শরীফ ঐতিয্যবাহী কামিল মাদ্রাসা থেকে পড়া লেখা শেষ করেন।
তিনি ২০০৯ সালে এ,সি,আই কোম্পানিতে কন্জুমার প্রডাক্টে সুপার ভাইজার পদে চাকুরীরত আছেন চট্টগ্রামে। তিনি শ্যামল বাংলা ডট নেট এ-র স্টাফ রিপোর্টার নুর আলম সিদ্দিকীকে চট্রগ্রাম থেকে মোবাইল ফোনে জানান, যখন দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মানুষ মৃত্যুর আতংকে জীবন জীবিকা নির্বাহ করছেন।
নানান ধরনের কষ্টের মাঝে জীবন যাপন করছেন মানুষ।
সারা দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে যখন তখন মাথার চুলও থেমে নেই মাতার চুলও বেরেই চলেছে।
লম্বা হয়ে গেছে মাথার চুল অনেক বেশি পরিমানে, বড় হওয়ায় মাথা ঘেমে যাচ্ছে মাথা গরমও হচ্ছে একদিকে মাথার যন্ত্রনা আর অন্যদিকে করোনার আক্রমণে চিন্তিত মর্মাহতও বটে, এরই মর্ধ্যে শুনতে পেলাম সিলেটের এক সেলুন থেকেও করোনায় আক্রান্তের সংবাদ।
না পারছি সেলুনে যেতে না পারছি নিজে কাটতে, স্ত্রী নেই যে কেটে দিবে কারন অবিবাহিত।
অনেক চিন্তা ভাবনার পর নিজের মাথা নিজেই ন্যারা করার সিদ্ধান্ত নিতে হবে নিজেকে।
কিন্তু কিভাবে, কোথাও কখনও শুনিনি সম্ভবওনয় যে নিজের মাথা নিজেকে ন্যারা করতে, শুনতেও পাইনি কখনও দেখিওনি।
কারন পিছনে উপরে নিজে দেখা যাবেনা এখন কি করি মহা বিপদে ভেবে-চিন্তে নিরাপত্তা দূরত্ব বজায় রেখে দোকান থেকে অনটাইম ব্লেড কিনলাম রুমে এসে প্রথমে মাথার চুল সাবান দিয়ে ভিজে নিলাম কিছুক্ষন পরে যখন নরম হলো তখন আয়নার সামনে বসে পরলাম।
আর প্রথমে সামনের চুলে ব্লেড টানলাম পরে উপরে পিছনে টানলাম, কিন্তু কিভাবে বুজবো যে চুল এড়িয়ে যায়নি তা বুঝার জন্য প্রথমে মোবাইলে ভিডিও করে দেখলাম মাথার চতুরদিকে, ভিডিওতে দেখতে পেলাম কিছু চুল এড়িয়ে পরেছে, ভিডিও দেখে দেখে পরে সেই এড়িয়ে যাওয়া যায়গা গুলোতে ব্লেড দিয়ে টানলাম,
অনেক কস্ট হলেও শেষ পর্যন্ত ন্যারা করতে পারলাম নিজের মাথা নিজেই।
তিনি আরও বলেন ঠিক কত বছর পর ন্যাড়া হলাম তা মনে নেই।
কিন্তু আজ নিজের মাথা নিজেই ন্যাড়া করলাম, কারো সহযোগিতা ছাড়াই।
কথাটা এক ভদ্রলোককে যখন বললাম তিনি বিশ্বাস করলেন না।
বিশ্বাস না করারই কথা কারণ, পৃথিবীতে বোধহয় আমিই প্রথম কেউ-যে, নিজের মাথা নিজেই ন্যাড়া করতে সক্ষম হলাম।
পৃৃথিবীতে নিজের চুল’নিজে ন্যারা করে বিশ্বরেকর্ড আমি বাংলাদেশী যুবক রুহুল আমিন, কারন কখনও শুনিনি দেখিনি আমিই প্রথম তাই আমি বিশ্ব রেকর্ডের দাবি করছি।
তিনি বিশ্ব বাসীর উদ্দেশ্যে বলেন দোওয়া করবেন আমার জন্য হে প্রিয় থেকে প্রিয়জনেরা।