লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
আজ ১১ মে দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা সংসদ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের আয়োজনে প্রতিটি জেলা হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর সহ আই.সি.ইউ চাই দাবীতে মানববন্ধন ও লালমনিরহাট সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সভাপতি হৃদয় চন্দ্র রায়, কৃষক সমিতি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মধু সূদন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা সংসদের সহসম্পাদক অ্যাড. নিরঞ্জন কুমার সিংহ, সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু, সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ প্রমুখ। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদ, কৃষক সমিতি লালমনিরহাট জেলা কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।