লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। ফেনি থেকে আসা ৪৬ জন ভাটার শ্রমিক কে বৃহস্পতিবার ট্রাকসহ অাটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। অাটকৃত ৪৬ জন ভাটা শ্রমিক ফেনিতে একটি ভাটার কাজে নিয়োজিত ছিলেন।শ্রমিকরা বেপরোয়া ভাবে ট্রাক যোগে পাটগ্রামে পৌছালে পুলিশ চেক পোষ্টে আটক করে। এসব শ্রমিক পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার বলে জানা যায়। এ ঘটনায় ট্রাক চালকের ৭ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোট। অাটককৃতদের হোমকোরাইনটেন নিশ্চিত করেছে। পাটগ্রাম থানা পুলিশ। রাত ২ টা ২৩ মিনিটে পাটগ্রাম থানা ফেসবুক থেকে এতথ্য সংগ্রহ করা হয়েছে। পুলিশ বলেছে,শ্রমিকরা স্বাস্হ্য বিধি না মেনে বেপরোয়া ভাবে ট্রাক যোগে পাটগ্রামে অাসলে তাদের কে অাটক করা হয়েছে।