কক্সবাজার প্রতিনিধি :
সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মচারীরা স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক ব্যবহার না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে কক্সবাজার শহরের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১২ মে) দুপুরে শহরের লালদীঘিরপাড়সহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, কক্সবাজার শহরে যেসব দোকান খোলা রাখা হয়েছে তাতে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মচারীরা স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক ব্যবহার করে ক্রয়, বিক্রয় করছে কিনা তা মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তিনটি প্রতিষ্ঠানকে কর্মচারীদের জন্য স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ব্যবহার না করায়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করে স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ব্যবহার করে ক্রয়- বিক্রয় করতে পরামর্শ দেয়া হয়।