নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, ধানসাগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাবিুর রহমান জোমাদ্দার (৭০) আজ ১৪ মে রাত ৮.২০ মিনিটে ইন্তেকাল করেছেন।
গত ১২ মে ব্রেইন স্ট্রোক জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ১৪ মে বিকালে খুলনা থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে কচুয়া উপজেলাধীণ সাইনবোর্ড এলাকায় এম্বুলেন্সে বসে তিনি মারা যান। মৃত্যুকালে ১স্ত্রী, ৫ ছেলে, ১কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আজমল হোসেন মুক্তা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।