♦
লেখাটি পাঠকদের জন্য ফেসবুক ট্যাটাস থেকে হুবহু তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
আল্লাহ তায়ালা তাঁর নবীগণকে মানবতার প্রতীক হিসেবে প্রেরণ করেছেন। অন্যের ব্যথায় সমব্যথী হওয়া এবং পরের বিপদে সহযোগিতার হাত প্রসারিত করা একটি মহৎ গুণ। হিতৈষী মনোভাব ও সহমর্মিতার গুণ ছাড়া মানবিকতা ও মহানুভবতার বিকাশ পূর্ণতা পায় না।
আমি তিনবেলা পেট পুরে খাবো, একাধিক তরকারি ছাড়া আমার খাবার হজম হয় না। অথচ পাশের ঘরের মানুষ খাবার না পেয়ে অবোধ শিশুরা চিৎকার করে কাঁদে। ক্ষিধারজ্বালা সইতে না পেরে কত মানুষ পথের ধারে উপুড় হয়ে কাতরায়। অথচ এরা পঁচা ও উচ্ছিষ্ট ফল-মুল খাওয়ার জন্য কুকুর, শেয়ার ও কাকের সঙ্গে যুদ্ধ করে ডাস্টবিনে। এসব তো বিবেক বা মানবতার পরিচায়ক নয়। অমানবের চেয়ে মানব শ্রেষ্ঠ কেন? প্রাণের কারণে? কেবল বুদ্ধির কারণে মোটেও সঠিক নয়। মানুষ বুদ্ধিমান জীব বলে অন্য সব জীবজন্তু একেবারে বুদ্ধিহীন নয়। বরং বুদ্ধির সঙ্গে বিবেক এবং আপন চাহিদার সঙ্গে মানবিকতার সংশ্লেষই অন্য সব জীব-জন্তুর ওপর মানুষের শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে। ইসলাম মানুষকে সর্বোচ্চ মানবিকতা, সহমর্মিতা ও মহানুভবতার শিক্ষা দিয়েছে। আল্লাহ তায়ালা তাঁর নবীগণকে মানবতার প্রতীক হিসেবে প্রেরণ করেছেন।
পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে: ‘আর আমি আপনাকে সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।’
(আল-কুরআন; ২১ : ১০৭) অনাহারীর কষ্টের ভাগিদার হতে এবং দুঃস্থ অসহায় ও জনমদুখী বান্দার দুঃখে সমব্যথী হতে আল্লাহ তা‘আলা যাকাত, সাদাকুল ফিতর, রোজার ফিদইয়া এবং কসম ইত্যাদির কাফফার বিধান প্রবর্তন করেছেন।
দান-সদকার প্রতি উদ্বুদ্ধ করে পবিত্র কুরআনে অনেক আয়াত নাযিল হয়েছে। -আল্লাহ তা‘আলা বলেন: ‘এমন কে আছে যে, আল্লাহকে উত্তম করয দেবে? তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান।’ (আল-কুরআন,৫৭ : ১১)
আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন- ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন? আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তাঁরই নিকট তোমাদেরকে ফিরানো হবে।’ (আল-কুরআন, ২ : ২৬১)
অন্যত্র এসেছে- ‘নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম করয দেয়, তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান।’ (আল-কুরআন, ৫৭ : ১৮)
অন্য আয়াতে বলা হয়েছে- ‘আর সালাত কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে।’ (আল-কুরআন, ৭৩ : ২০) এ ধরণের আরো অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তা‘আলা মানবের সেবা ও সমাজ কল্যাণের নির্দেশ ও উৎসাহ দিয়েছেন।
তেমনি মানবমুক্তি ও সমাজকল্যাণের মহান প্রতিভূ মুহাম্মদ সা. জীবনভর এ শিক্ষা প্রচার করেছেন। যেমন-নবুওয়ত লাভের প্রাক্কালে মহানবী স. নিঃস্ব ও অসহায়দের পাশে, মজলুমদের পাশে দাড়াতে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা তথা বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপনে লক্ষ্যেই “হিলফুল ফুযূল” নামক সংস্থা গড়েছিলেন।
মানবসেবা ও সমাজকল্যাণে উৎসাহ উদ্দিপনায় মহানবী স. হাদীসে কুদসী যথেষ্ট গুরুত্ব রাখে।
হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন: ‘কেয়ামত দিবসে নিশ্চয় আল্লাহ তাআ’লা বলবেন, ‘হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমার শুশ্রূষা করো নি।’ বান্দা বলবে, ‘হে আমার প্রতিপালক। আপনিতো বিশ্বপালনকর্তা কিভাবে আমি আপনার শুশ্রূষা করব?’ তিনি বলবেন, ‘তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, অথচ তাকে তুমি দেখতে যাও নি। তুমি কি জান না, যদি তুমি তার শুশ্রূষা করতে তবে তুমি তার কাছেই আমাকে পেতে।?’ ‘হে আদম সন্তান, আমি তোমার কাছে আহার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আহার করাও নি।’ বান্দা বলবে, ‘হে আমার রব, তুমি হলে বিশ্ব পালনকর্তা, তোমাকে আমি কীভাবে আহার করাব?’ তিনি বলবেন, ‘তুমি কি জান না যে, আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, কিন্তু তাকে তুমি খাদ্য দাও নি। তুমি কি জান না যে, তুমি যদি তাকে আহার করাতে বে আজ তা প্রাপ্ত হতে।?’ ‘হে আদম সন্তান, তোমার কাছে আমি পানীয় চেয়েছিলাম, অথচ তুমি আমাকে পানীয় দাও নি।’ বান্দা বলবে, ‘হে আমার প্রভু, তুমি তো রাব্বুল আলামীন তোমাকে আমি কীভাবে পান করাব?’ তিনি বলবেন, ‘তোমার কাছে আমার অমুক বান্দা পানি চেয়েছিল কিন্তু তাকে তুমি পান করাও নি। তাকে যদি পান করাতে তবে নিশ্চয় আজ তা প্রাপ্ত হতে।’ (সহীহ মুসলিম)
তাছাড়া বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশে বর্তমানে কর্মরত প্রায় ১৬ হাজার এনজিওর মধ্যে অধিকাংশের ব্যাপারে খ্রিস্টধর্ম প্রচার, ধর্মান্তর প্রচেষ্টা এবং সেবার নামে আসা কোটি কোটি টাকা লুটপাটের অসংখ্য নজির ও প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে গণমাধ্যমগুলো যথেষ্ট সমালোচনা মুখর নয়। তাছাড়া অজানা অনেক কর্মকাণ্ড করে যাচ্ছে যাতে দূর্বল মুসলিম পরিবারকে লালসা দেখিয়ে ঈমানহারা করার চেষ্টা করছে। মুসলিম যুব সমাজ দেশের দুঃস্থ অসহায়দের পাশে দাড়িয়ে বিদেশী এনজিওদের মোকাবেলায় দানবীরদের সহযোগিতা নিয়ে দুঃস্থ অসহায়দের পাশে দাড়ানো সময়ের দাবী।
তাই আসুন! আর্ত-মানবতার সেবায় ইসলামের প্রকৃত চিত্র সমাজের সকল স্থরের মানুষের সামনে তুলে ধরি এবং যুব সমাজের মধ্যে ব্যাপক সেবাকর্মের চেতনা সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করি, ইসলাম পৃথিবীর সব মানুষের জন্যই এসেছে। এছাড়া ভুল বোঝাবুঝি ও অপপ্রচার রোধে নিজেদের সেবার ক্ষেত্র, আয়ের উৎস ইত্যাদির বিবরণ সম্বলিত তথ্য জনসমক্ষে তুলে ধরে আর্থিক স্বচ্ছতার বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা করি।
আল্লাহ আমাদের সহায় হোন।
লেখক : অধ্যক্ষ সৈয়দপুর শামসিয়া ফাজিল ( ডিগ্রি ) মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জ।