সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্ন আয়ের মানুষদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। একই কারণে তাদের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি।এই বৃষ্টি উপেক্ষা করেই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। করোনা সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলছে এ ত্রাণ বিতরণের কার্যক্রম।
শনিবার সকাল ১১টায় সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ির নতুনপাড়া গ্রামের মাদ্রাসা মাঠে শ্রমিক-দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন ।
এ সময় তিনি করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা কর্মহীন দু:স্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ।
জেলাপ্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম জানান, জেলায় এ পর্যন্ত ১লাখ ২৯হাজার১৪৫ টি পরিবারের মধ্যে১০লাখ৯০হাজার৫৫৬মে:টন খাদ্য সহায়তা বিতরন করা হয়। এছাড়াও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ৫১লাখ ১৪হাজার টাকা।