মাহবুবুর রহমান : নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়াপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বেলালের বাড়িতে পুলিশ সুপার নোয়াখালীর পক্ষ থেকে প্রাথমিক খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সকালে তার বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহতা প্রদান করে। একই সাথে তারা ঐ বাড়ি সনাক্তকরণ নেমপ্লেট টানিয়ে দেয়।
এ বিষয়ে বেগমগঞ্জ অফিসার ইনচার্জ হারুনর রশীদ জানান, আমরা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে করোনা আক্রান্ত বেলালের বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসি। এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে সকলকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হইল। আমরা বেলাল সহ সকল করণা রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি।