সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : বকেয়া তিনমাসের বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও এমডিকে ঘেরাও করে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারিরা ।
সকাল সাড়ে ১১টায় চিনিকলের শ্রমিক-কর্মচারিরা বেতন-ভাতার জন্য বিক্ষোভ ও ঘেরাও কর্মসুচি পালন করে।
চিনিকলের ৭শ শ্রমিক –কর্মচারি বেতন-ভাতা না দেয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে । তাই সকাল থেকে মিল চত্বরে শ্রমিক-কর্মচারীরা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে।
এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, চিনি অবিক্রিত ও আর্থিক সংবটের কারনে বেতন তারা পরিশোধ করা সম্ভব হয়নি। অর্থ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।