1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক দলের শোক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,, চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তিতাসে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন যুবদল নেতা নয়ন মোল্লা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের আহবায়ক গঠন  মাও. মোজাহেরুল কাদের আহবায়ক, সৈকত দাশ ইমন সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’– মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি !

মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক দলের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২০৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান,সাবেক চার দলীয় জোটের শীর্ষ নেতা, নেজামী ইসলামের সভাপতি, দেশের প্রখ্যাত বরণ্য রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক ও কলামিস্ট মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ মে) রাত আটটার পর রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান। ‘ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে রাত ৮টা ২৫ মিনিটে তার ইন্তেকাল হয়। নেজামী সাহেবের জানাজা মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় নরসিংদীর শিবপুরের মুন্সেফের চর ইটাখোলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।’

মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

এদিকে মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মোঃ ফারুক রহমান, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী ও জাগপা সাধারন সম্পাদক এস এম শাহাদাত প্রমুখ নেতৃবৃন্দ।

এদিকে জাতীয় জনতা ফোরামের শোক প্রকাশ:
দেশের প্রখ্যাত রাজনীতিক, লেখক ও গবেষক, জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, মাওলানা আবদুল লতিফ নিজামীর ইন্তেকালে শোক সমবেদনা জ্ঞাপন করেছেন ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার,

আরও যারা শোক প্রকাশ করেছেন — সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা, বিশিষ্ট রাজনৈতিক সাংবাদিক, লেখক ও গবেষক, গোলাপগঞ্জ – বিয়ানীবাজার সংবাদ এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদ তিনি তাঁহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান। সেই সাথে মহান আল্লাহর কাছে তাঁর জন্য দোয়া করেন আল্লাহ তায়ালা যেন তাহাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন আমিন।

এদিকে শোক প্রকাশ করেছেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবীদ ও রাজনৈতিক লেঃ কর্ণেল অবঃ সৈয়দ আলী আহমদ। সিলেট মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট জেলা ডক্টর এসোসিয়েন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম,।
জমিয়ত ( মুফতি ওয়াক্কাস গ্রুপের ) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট রাজনৈতিক প্রেন্সিপাল মাওলানা আবদুল মালিক চৌধুরী। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক সফল সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক, বিএনপির উপদেষ্টা, অধ্যাপক কবি আবদুল হাই শিকদার,। সাবেক সেক্রেটারি সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবী, কমিউনিস্ট নেতা মাওলানা মোক্তার হোসাইন,। দৈনিক আপন আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নেতা এরফানুল হক নাহিদ,। সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর শামসিয়া ফাজিল ( ডিগ্রি -) মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমেদ,।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, সাবেক সফল ছাত্রনেতা, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবী মৌলভীবাজার জেলার শাহ মাশুকুর রশীদ।
জাতীয় জনতা মঞ্চের আহবায়ক, বিশিষ্ট রাজনৈতিক, ও সমাজসেবী, চাঁদপুর কচুয়া উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ার মানিক,। এছাড়াও আরও অনেকেই শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাওলানা আবদুল লতিফ নেজামী দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম