মােঃ সাইফুল্লাহ : মাগুরায় করোনা পরিস্থিতির কারনে রাস্তায় বের হতে পারছেনা
তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায় লোকজন। ফলে চরম দুর্দিন অতিবাহিত করছে তাদের পরিবার। এমতাবস্থায় তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের পাশে এসে
দাঁড়িয়েছে মাগুরা মহম্মদপুর উপজেলার সামাজিক সংগঠন হোপ অফ মহম্মদপুর।
৬ মে বুধবার দুপুরে উপজেলা সদরের হাজি বাড়ি এলাকায় তাদের বসবাসের বাড়িতে এ
খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার ২১ জন হিজড়া
সম্প্রদায়ের পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সোয়াবিন তৈলসহ নানা উপকরন
বিতরন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান রেজওয়ান আহম্মেদ রোজেল বলেন, হিজড়া সম্প্রদায়ের এই
মানুষগুলো রাস্তাঘাটে, কোন বাসায় শিশু জন্মনিলে কিংবা হোটেলে , বিয়ে
বাড়িতে নাচ গান করে জীবিকা নির্বাহ করে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে
সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। অনেক দিন ধরে ঘরে বসে
থাকায় হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এ খরব
জানতে পেরে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, তিনি আরো বলেন আমাদের মত অন্যান্য সামাজিক সংগঠন ও যদি মানবতার কল্যাণে এগিয়ে আসে তাহলে করোনা কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কষ্ট অনেকটাই লাগোব হবে।