মোঃ সাইফুল্লাহ : নওয়াব আলী- মাগুরা ,শালিখার প্রায় ৯০ ভাগ মানুষ তাকে সাংবাদিক হিসাবে চেনেন।অতি সাদাসিধে এই মানুষটি প্রায় সকল সাধারন মানুষের প্রিয় মুখ। বিলাসিতার ছোয়া তার মধ্যে একেবারেই নেই বললেই চলে। কারণ মনটা তার অনেক কমল।মানুষের জন্য সব সময় তার প্রান কাঁদে,তাইতো এই করোনা মহামারির সময়ও সারাদিন ছুটে বেড়াচ্ছেন মানুষের জন্য।কেউ খাবারের অভাবে অনাহারে আছে শোনা মাত্রই চাল,ডাল নিয়ে ছুটছেন তার বাড়ি।শালিখার স্বর্ণ পাঠাগার ত্রান তহবিল গঠনে তার ভুমিকা অনেক।গবেষক শ্রী ইন্দ্রনীল এর নির্দেশনায় তিনি নিরলস ভাবে কাজ করছেন।শালিখার যে কোন প্রান্তে ছুটে যেতে নেই কোন ক্লান্তি। তাকে করোনা যোদ্ধা সাংবাদিক বলে অনেকেই ডাকতে শুরু করেছেন।তার নিজের ব্যাপারে তিনি বলেন,মৃত্যু মানুষের হবেই, বেচে থাকতে যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করব।আপনারা অমার জন্য দোয়া করবেন।