মাগুরা প্রতিনিধি :
মাগুরায় গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে বিদেশ ফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২১জনের। এদের মধ্যে এখন পর্যন্ত১৯ জনই সুস্থ হয়েছেন।
মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃআরিফুর রহমান জানান -আজ ২৮মে বৃহস্পতিবার মাগুরায় মালদ্বীপ ফেরত মুকুল( ৩৫) নামে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। সে গত ১৬ মে মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন, এবং আমরা গত ২৪ মে তার নমুনা সংগ্রহ করে খুলনায় প্রেরণ করি। এক প্রশ্নের জবাবে তিনি জানান- আমরা আপাতত যশোরে কোনো নমুুনা পাঠাচ্ছিনা। নতুন শনাক্তকৃত প্রবাসীর বাড়ি মাগুরা সদরের চাউলিয়়া ইউনিয়নের কুকিলা গ্রামে। এখন পর্যন্ত মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে ২১জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৯জন, শ্রীপুরে ৬জন, শালিখায় ৫জন ও মহম্মদপুরে ১জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯জন। আর সদ্য আক্রান্ত মাগুরা এসপি অফিসের পুলিশ সদস্য সুফিয়ান ও অদ্য আক্রান্ত মালদ্বীপ ফেরতযুবক মুুকুল- এই ২জন বর্তমানে হোম আইসোলেশনে আছে। ২১ জনের ১৯জনই সুস্থ হলেও প্রশাসনের অনেকটায় নিস্ক্রিয়তার সুযোগে মাগুরার বেশির ভাগ শপিংমল, হাটবাজার ও রাস্তাঘাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা- এমতাবস্থায় মহামারি করোনা ভাইরাস মাগুরায় ভয়ানক রুপ নিতে পারে বলে আশংকা করছেন বিশিষ্টজনের।