মো সাইফুল্লাহ : মাগুরায় করোনা পরিস্থিতিতে অসহায়দের সাহায্যার্থে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আশা মাগুরা জেলা । তারা মাগুরা সদর উপজেলার গরীব,দুস্থ ও অসহায় মানুষের জন্য ৭’শ প্যাকেট খাদ্য সামগ্রী জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেছে ।
আজ সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নিকট ২’শ প্যাকেট ও জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের নিকট ৫’শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করে ।
এ সময় আশা মাগুরা জেলার পক্ষে উপস্থিত ছিলেন , ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, ডিস্ট্রিক ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ এবং জেলার আরএম গণ ও অন্যান্য কর্মকর্তারা।
আশা’র ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় আশা’র সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে । তারই ধারাবাহিকতায় আমরা আজ মাগুরা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৭’শ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেছি । এখানে প্রতি প্যাকেটে, পরিবার প্রতি ১০ কেজি চাল,২ কেজি ডাল,২ কেজি আলু, ১ কেজি তেল ও ১কেজি লবন রয়েছে । পাশাপাশি জেলার শ্রীপুর ,শালিখা ও মহম্মদপুর উপজেলায় ২’শ করে প্যাকেট খাদ্য সহায়তা দেয়া হয়েছে ।
সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড়লাখ দরিদ্র পরিবারকে আশার পক্ষথেকে ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাগুরা জেলায় মোট ১০ লক্ষাধিক টাকার ১৩শ প্যাকেট খাদ্য সহায়তা অসহায় মানুষদের জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সাধারন মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ২০ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।