1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নালিমের বাম্পার ফলন/ দাম কম থাকায় হতাশ কৃষক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

মাগুরায় নালিমের বাম্পার ফলন/ দাম কম থাকায় হতাশ কৃষক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১৪১ বার

সাইফুল্লাহ/ প্রানঘাতি মহা মরি করোনা ভাইরাসের কারনে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জেলার সাথে যোগযোগ না করতে পারায় চরম লোকসানের মুখে পড়েছে মাগুরার নালিম চাষিরা।বিশেষভাবে রয়েছে পরিবহন সমস্যা। রমজান মাসে ভাল লাভের আশায় নালিম চাষ করলেও হতাশার সুর গলায়। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে -এ বছর মাগুরা জেলায় ১৮২হেক্টর জমিতে নালিম চাষ হয়েছে। নালিম চাষীরা বলছেন- করোনা পরিস্থিতির কারনে জমিতেই নালিম নষ্ট হচ্ছে।রমজান মাসে ইফতারী সঙ্গে নালিমের ব্যাপক চাহিদা রয়েছে । নালিম ফলের মৌসুম চলছে।তবে নানা কারণে ব্যয়ের সাথে আয়ের হিসেবে মেলাতেই হিমশিম খেতে হচ্ছে চাষিদের। আর তাই লোকসানের শঙ্কায় হাসি নেই নালিম চাষির মুখে।
নালিম চাষিদের মতে, এবার নালিম চাষে খ্যাত মাগুরার সদরের ইছাখাদা, শিবরামপুর , আঠারোখাদা,ও পূর্ববাড়িয়ালা, শ্রীপুর উপজেলার বরিশাট, ছোনগাছা, টুপিপাড়া, খামার পাড়া ও বারইপাড়া এলাকায় বাম্পার ফলন হলেও, করোনা কারনে বাজার অনেকটাই মন্দা যাচ্ছে নালিমের। ক্রেতা সংকটে দাম যেমন উঠছে না, তেমনি বিগত সময়ে থেকে পরিবহন ব্যয়ও বেড়েছে অনেকটাই।
খামার গ্রামের নালিম চাষি কওছার মিয়া বলেন-এবছর আমি তিন বিঘা জমিতে নালিম ও তিন বিঘা জমিতে বাঙ্গী চাষ করেছি।ফলন ভাল হয়েছে। করোনা ভাইরাসের কারণে ঠিকমত বাজার জাত করতে পারছি না।সঠিক সময় নালিম জমি থেকে তুলতে না পারার কারনে খ্যাতেই নষ্ট হচ্ছে অনেকটা, আবার বেশি পেঁকে যাওয়ায় ফেটে যাচেছ।আবার মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় পচে যাচেছ নালিম। রমজান মাসে নালিমের ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু করোনা ভাইরাসের কারনে ঠিকমত বিক্রি করতে পারছি না।
একই উপজেলার বরিশাট গ্রামের নালিম চাষী সিরাজুল ইসলাম বলেন -আমি ২ বিঘা জমিতে নালিম চাষ করেছি।ঢাকার সাথে যোগাযোগ করতে না পারার কারণে এলাকায় ভাল দাম পাচি্ছ না। বর্তমান পাইকারি প্রতি পিচের দাম রয়েছে ৫ টাকা থেকে ৭ টাকা।খরা হলে আর একটু বেশি দাম পাব বলে মনে হয়।টুুপি পাড়া গ্রামের নালিম ক্রেতা সাজ্জাদ মোল্লা জানান – নালিমের বাজার খুবই কম, গত বছর যে নালিম কিনেছি ১৫-২০ টাকায়, এবার সে নালিম কিনছি ৭-৮ টাকায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক জাহিদুল আমিন বলেন -যে সকল কৃষক ঢাকায় নালিম বিক্রিয় করতে যাবেন তাদেরকে আমরা একটা প্রত্যায়ন পত্র দিচিছ যাতে করে পথে কোন সমস্যা না হয়। আর করোনা সমস্যা মোকাবেলা করেই আমাাদের এগিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম