মোঃসাইফুল্লাহ/ মাগুরায় স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু মার্কেট খোলার সাথে সাথেই কেনাকাটার যেন ধুম পড়েছে। মার্কেটগুলোতে নামছে মানুষের ঢল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সামাজিক কিংবা শারীরিক দূরত্ব কিছুই মানা হচ্ছে না।
বৃহস্পতি ও শুক্রবার সকাল সরেজমিনে দেখা যায় মাগুরা শহরের মার্কেটসহ বিভিন্ন হাটবাজারে ছিল নারী পুরুষ ও সেই সাথে শিশুদের উপচে পড়া ভিড়। কাপড়ের দোকানে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। শহরের বেবি প্লাজা, সুপার মার্কেট, নুরজাহান প্লাজাসহ বেশ কয়েকটি বড় বড় বিপনী বিতানে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে কেনা কাটার প্রচার প্রচারণা। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে অনেকে এসেছেন ঈদের কেনাকাটা করতে ।
শ্রীপুর শহরের ফাতেমা সিরাজ সুপার মার্কেটের বস্ত্র ব্যবসায়ী আকরাম হোসেন জানান – জেলা প্রশাসনের স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা হয়েছে।সেটা মেনেই ব্যবসা করার চেষ্টা করছি – তবে ক্রেতাদের অনেকেই স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব মানছেন না। তবে আমরা সাধ্যমত চেষ্টা করছি,যাতে ক্রেতা সকলে স্বাস্হ্য বিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে দোকানে প্রবেশ করে।
শহরের ফুটপাতগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সামাজিক দুরত্ব না রেখেই ক্রেতারা করছেন ঈদের বাজার। তাই রয়েছে করোনা সংক্রমণের শঙ্কা। অনেকেই আবার ছোট ছোট বাচ্চা নিয়ে আসছেন কেনাকাটা করতে। তবে মার্কেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছেন।
মাগুরা জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দিচ্ছে । একটা ভ্রাম্যমান গাড়িতে সব সময় ভিড় এড়িয়ে চলার জন্য প্রচার চালানো হচ্ছে– কিন্তু কে শোনে কার কথা!! আর কারই বা আছে এসব নিয়ে মাথা ব্যাথা???]