মোঃ সাইফুল্লাহ/ ১৮ মে২০২০ সোমবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে শারীরিক দুরত্ব বজায় না রেখে ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা ও অতিরিক্ত দামে মালামাল বিক্রয়ের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জনাব কামরুল হাসান সোহাগ এই দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শারীরিক দুরত্ব বজায় না রেখে ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা কারার দায়ে ঔষধ ব্যবসায়ী অলোক সাহাকে ৫ হাজার টাকা, জুতা ব্যবসায়ী প্রিতমকে ১ হাজার টাকা এবং কাপড় ব্যবসায়ী রাজ্জাককে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঔষধ ব্যবসায়ী অলোক কুমার সাহার ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ন হওয়ায় সাময়িকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে ।