মােঃ সাইফুল্লাহ : করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দিন মজুর ও নিন্ম
মধ্যবিত্ত মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
করলেন মাগুরা শালিখা উপজেলার সমাজ সেবক মোঃ হুমায়ুন ফরিদ।
৬মে বুধবার দুপুরে উপজেলার শতখালি পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাঠে বর্তমান সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন নিন্ম আয়ের ৩শ পঞ্চাশ
পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু ,৫০০গ্রাম ডাল,৫০০ গ্রাম তেল, একটি
সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং নগদ ৩০০ টাকা রিতরণ করেন।
এ বিষয়ে মোঃ হুমায়ুন ফরিদ বলেন, করোনা ভাইরাস এর প্রাার্দুভাবের কারনে
অসহায় খেটে খাওয়া মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। এ কারনে তাদের সহযোগিতায়
আমি হাত বাড়িয়ে দিয়েছি৷ আমার এই ক্ষুদ্র সহায়তাকে সাহায্য না বলে উপহার
হিসেবে দেখার জন্য অনুরোধ করছি সবাইকে।