শাহাদাত হোসেন,রাউজানঃ
মানবতার এক নাম জমির উদ্দিন পারভেজ।তিনি বর্তমান রাউজান পৌর ২য় প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি।বৃক্ষরোপণে তিন তিনবার প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরষ্কার গ্রহণ করেন।রাজনীতির পাশাপাশি তিনি মানবতার কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছেন।রাউজান সদর মুন্সিরঘাটায় তাঁর কাছে প্রতিনিয়ত ছুটে আসে সামাজের কিছু মানসিক ভারসাম্য হীন ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী ও অসহায় মানুষেরা।তিনি এই সমস্ত অসহায় মানুষ গুলাকে আর্থিক সহায়তা প্রদান করেন নিরবে।তিনি এলাকার গরীব মেয়ের বিবাহ,অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার খরচ ও গরীব ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষা সামগ্রীসহ আর্থিক সহায়তা প্রদান করেন।ঠিক এভাবে তিনি করেনা ভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পযর্ন্ত কাজ করে যাচ্ছেন অসহায় মানুষদের জন্য সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে।প্রতিদিন এসব অসহায় পরিবার গুলোর মাঝে তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রাণ তহবিল থেকে সংগঠনের নেতা কর্মী ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তা-সদস্যের নিয়ে বিতরণ করছেন খাদ্যসামগ্রী।তিনি এ মানুষ গুলার কাছে এক নামে পরিচয় মানবতার ফেরিওয়ালা। জমির উদ্দিন পারভেজ বলেন,বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে সন্ত্রাসীরা আমাকে দুই দুইবার গুলি করে হত্যা করার প্রচেষ্টা করেন।গরীব,অসহায় মানুষের দোয়ায় আমি বেঁচে রয়েছি।