রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী জেলার কোম্পানীগন্জ উপজেলার মানবিক মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন সফল ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল।সচেতনতা ও প্রশাসনে নানা উদ্যোগে কার্যত চলছে লকডাউন ৷করোনায় থমকে গেছে জীবন। থেমে গেছে রোজগার। কষ্টের দিনে দিশাহীন নিম্ম আয়ের মানুষ ও হতদরিদ্ররা। সামনের দিনগুলো কীভাবে কাটবে, তাই নিয়ে যত দুঃচিন্তা। এমন সংকটে সহায়তার হাত বাড়িয়ে পথে নেমেছে কোম্পানী উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল।সংকটেও আলোর পথ দেখাচ্ছেন কোম্পানী উপজেলা যুবলীগ।যারা ত্রান পাচ্ছেন না তাদের বাড়িতে বাড়িতে ত্রান দিয়ে আসছে উপজেলা যুবলীগ।তার আলোকে মুছাপুর ইউনিয়নে একজন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আজম পাশা চৌধুরী রুমেল। তিনি বলেন করোনা পরিস্থিতিতে ঘরে আটকেপড়া শ্রমজীবী-দিনমজুর মানুষের খাদ্য সংকট মোকাবেলায় সকল শ্রেনির মানুষকে এগিয়ে আসার আহব্বান জানান