রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ কোভিড-১৯ নামের অদৃশ্য ভাইরাসের থাবায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে সবকিছু লকডাউন করে দেয়া হয়েছে। আর এতে করে কর্মহীন হয়ে মানবেতর দিন কাটছে খেটেখাওয়া মানুষের। হতদরিদ্রদের পাশাপাশি চরম কষ্টে দিনানিপাত করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা।তবে সরকারের সঙ্গে বৈশ্বিক এ দুর্যোগে মানবিকতা ছড়িয়ে দিচ্ছেন ব্যক্তি পর্যায়ের অনেকে। তাদেরই একজন নোয়াখালী জেলার বেগমগন্জ উপজেলার ০৩নং জিরতলী ইউনিয়নে সুযোগ্য চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন।করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই হতদরিদ্র ও কর্মহীনদের জন্য নিজে খাবার নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন তিনি। দুর্যোগের এ সময়ে খাবার পেয়ে মানুষের চোখে-মুখে যে আনন্দের ছাপ দেখতে পান সেটাকেই নিজের আত্মার খোরাক মনে করেন মিলন।খোঁজ নিয়ে জানা গেছে, দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরপরই নিজ ইউনিয়নে হতদরিদ্র ও কর্মহীনদের সাহায্যার্থে কাজ শুরু করার জন্য পরিষেদের মেম্বারদের ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন রফিকুল ইসলাম মিলন। খাদ্য সহায়তা বিতরণের জন্য গঠন করা হয় ওয়ার্ড ও গ্রামভিত্তিক কমিটি। এরপর কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ত্রাণ সহায়তা বিতরণে মাঠে নামেন ০৩নং জিরতলী ইউনিয়নে মানবিক মানুষ রফিকুল ইসলাম মিলন। সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি চেয়ারম্যানের ও মেম্বারের ব্যক্তিগত অর্থায়নে এখনও চলছে ঈদ উপহার সহায়তা প্রদান করেন ।গত দুই মাসে ০৩নং জিরতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নানা খাদ্য সহায়তা বিতরণ করে আসছে। গ্রামে গ্রামে ঘুরে চেয়ারম্যান ও মেম্বার গন নিজে এসব খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন হতদরিদ্র ও কর্মহীন মানুষদের ঘরে।তিনি জিরতলী ইউনিয়নের মানুষের কাছে একটা অনুরোদ করেছেন আপনারা ঘরে থাকুন সুস্হ্য থাকুন বেশি বেশি হাত ধোত করুন। আপনাদের জন্য সব সময় আমি আছি।