মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহব্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় করোনায় শ্রমিক সংকটের কারণে কৃষকের জমির ধান কেটে দিল মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়’র নেতৃত্বে ১নং মানিকছড়ি ইউনিয়নের অন্তর্গত পূর্ব গচ্ছবিল (বকড়িপাড়া) এলাকার মো. আজমুল’র ৪০ শতক জমির পাকা ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কৃষক মো. আজমুল জানান, করোনা প্রাদূর্ভাবের কারণে শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার কারণে তিনি সহযোগিতা চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাড়া দিয়ে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কলেজ ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা তার জমিতে গিয়ে ধান কেটে দেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, তারা এগিয়ে না এলে আমার পাঁকা ধানের যে কি হতো! হয়তো জমিতেই নষ্ট হতো। তাই উপজেলা ছাত্রলীগের এ ভূমিকায় আমি অনেক খুশি হয়েছি। সংকটকালীন মুহুর্তে তাদের এ অবদান আমার আজীবন মনে থাকবে।
ধান কাটার সময় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারাম নিলয়, সহ-সভাপতি রাহুল শীল, সাংগঠনিক জাহিদ হাসান, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সদর ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি মো. রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক সুইচিং মারমাসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের প্রায় অর্ধ্বশতধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা বৈশি^ক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের পাশে থাকবে জানিয়ে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় বলেন, অতিতের ন্যায় বর্তমানেও দেশের সংকটকালিন মূহুর্তে মানুষের পাশে আছে ছাত্রলীগ। উপজেলার যেখানেই কৃষক শ্রমিক সংকট পড়বে সেখানেই ছুটে যাবে ছাত্রলীগ। কৃষকের পাঁকা ধান জমিতে নষ্ট হতে দেয়া হবে না।