মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে উত্তোরণে মানিকছড়ি উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছেন উপজেলা ঐতিহ্যবাহী ক্রীড়া, সামাজিক ও অরানৈকিত স্বেচ্ছাসেবী সংগঠন “একতা যুব সংঘ”।
৮মে (শুক্রবার) সকালে উপজেলা সদরে অবস্থিত একতা যুব সংঘ’র কার্যালয়ের সামনে দুস্থ, অসহায় ও ক্লাবের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেয়া হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি মো. মাঈন উদ্দিন, অত্র ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি এস,এম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, যুগ্ন-সম্পাদক মো. খোরশেদ আলম, নির্বাহী সদস্য মো. আশ্রাফুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।