আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
জেলার মানিকছড়ি উপজেলা একটি সেচ্চাসেবী সংগঠন “মানিকছড়িতে ব্লাড ডোনারস এসোসিয়েশন”র ত্রান বিতরন করেন।
আজ মঙ্গলবার থেকে বিতরন শুরু করেন।
২ শতাদিক অসহায় গরীব দরিদ্রদের মাঝে নাম তালিকা প্রনায়ন করে বাড়ী- বাড়ী গিয়ে ত্রান পৌঁছে দিচ্ছেন এই সেচ্চাসেবী সংগঠনের কর্মীরা। মানিকছড়িতে ব্লাড ডোনারস এসোসিয়েন প্রতিষ্টত হয় ২০১৭ সালে প্রতিষ্ঠাতা মোঃ খালেদ হাচান বলেন আমরা মানিকছড়ি উপজেলা ও চট্টগ্রাম বিভাগের রক্তের প্রয়োজন যেখানে আমরা আছি সে খানে। শুধু রক্ত নয় মানব কল্যানে আমরা কাজ করে যাচ্ছি। এই মোহামারি করোনায় মানিকছড়ি উপজেলায় তহদরিদ্রদের মাঝে আমাদের সংগঠনের কর্মীরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।
আরো বলেন সংগঠনের পক্ষে করোনা শুরু থেকে ৭ টি পরিবারের যাবতীয় খরছ মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েন বহন করছেন।
মানিকছড়ি উপজেলায় “মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েন” কর্মী মোঃ তাজুল ইসলাম,
প্রত্যান্ত অঞ্চলের খেটে খাওয়া কিছু মানুষ আছে যারা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, চেয়ারম্যান, মেম্বার, চিনে না। লজ্জায় কারো কাছে বলে না এমন পরিবার খুজে বের করে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করছি।
আমাদের সেচ্চাসেবী কর্মী মোঃ ইকবাল হাচান, জাকারিয়া, মোঃ রবিউল আহম্মেদ, মোবারক হোসেন, আনোয়ার হোসেন ও মোঃ সাকিব সহ অন্যান্যরা পরিশ্রম করে যাচ্ছে