শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের এম.পি এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রিক্সা চালক, ভ্যান চালকদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।১মে শুক্রবার বিকেলে রাউজান ব্লাড ব্রাদার্স রাইডার্স ও শেখ রাসেল স্মৃতি সংসদের সহযোগিতায় রাউজান সদর মুন্সিরঘাটা,ফকির হাট বাজারে এই কার্যক্রম উদ্বোধন করেছেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপুল দে দিপু,যুবলীগ নেতা আবু ছালেক,ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,মনির তালুকদার, মোহাম্মদ আসিফ,নাছির উদ্দিন,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, রাউজান ব্লাড ব্রাদার্স রাইডার্সের সভাপতি আব্দুল্লাহ আল নোমান,শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি এরশাদ,বাবু,রিয়াদ,ইমন,মোঃ তহিদ,মোঃ রানা, হৃদয়,আসিফ,রবিন,শাকিল,অভি প্রমুখ।