শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে ২৪জন ক্যান্সার রোগীদের মধ্যে ১২লক্ষ টাকার চেক প্রদান ও স্থানীয় এমপির পুত্র ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রাণ তহবিল থেকে ৩’শ এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১০মে রোববার দুপুরে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে এই খাদ্যসামগ্রী ও ২৪জন ক্যান্সার রোগীদের মধ্যে আর্থিক সহায়তা চেক তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ্ আল্ মাহমুদ ভূইয়া,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,রাউজান সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।