শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে ৯০ লিটার পাহাড়ি চোলাই মদ পাচারকালে দুইজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের সময় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়ার কাতাল পীর শাহ মাজার এর দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর বসানো চেক পোস্টে সিএনজি চালিত একটি অটোরিকশা তল্লাশি চালিয়ে ৩০ বস্তা মদসহ তাদের আটক করা হয়।এসময় মদসহ নম্বর বিহীন সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন, বাঁশখালি উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফয়েজ আহমেদের ছেলে মো. নাছির উদ্দিন ওরফে গেজু (৪০) ও একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আমীর হোসেনের ছেলে মো. নাছির উদ্দিন ওরফে ক্ষেপা (৩০)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।