শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান গহিরা কার মাইক্রো সমিতির মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল। ২৮ মে বৃহস্পতিবার বিকালে তিনি পৌর এলাকার ৩নং ওয়ার্ডের গহিরা চৌমুহনীস্থ কার-মাইক্রো ষ্টেশনে এই ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, ব্যাংকার কাজী মোহাম্মদ ইজাজ, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদুর রহমান, যুবলীগ নেতা সাইদুর রহমান,গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, যুবলীগ নেতা শিপুল চৌধুরী, মোহাম্মদ বখতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদুয়ান সুভাষ দাশ, মোঃ ওয়াসিম প্রমুখ।