শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের ২৬৫ জন হতদরিদ্র পরিবারের মধ্যে এম এস কার্ডের আওয়তায় ২০ কেজি করে১০টাকার চাউল বিতরণ করা হয়।৬মে রাউজান সদরে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যে এম এস কার্ডের আওয়তায় ১০ টাকায় প্রতিজনকে ২০ কেজি করে চাউল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় তিনি বলেন,রাউজানের কেউ না খেয়ে কষ্ঠ পাবে না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তরুন কান্তি চাকমা, রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেদৌস ডলি ও এম এস ডিলার স্বপন দাশ গুপ্ত প্রমুখ ।