শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির পৃষ্ঠপোষকতায় এমপির পুত্র ফারাজ করিম চৌধুরীর সহযোগিতায় রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর,শ্রমজীবী, নিম্মবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের বাড়ি ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।সম্প্রতি রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে রাতের আধারে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ জানান,এই পর্যন্ত আমরা চল্লিশ হাজার নিম্মবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।