মো.নিজাম উদ্দিন:
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার ৩০০ জন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় চলমান খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে নাগরিক পরিষদের উপদেষ্টামন্ডলির সদস্য সোলায়মান আলম শেঠ এর পৃষ্ঠপোষকতায় বুধবার রামগড়ের পাতাছড়া, নাকাপা, চৌধুরীপাড়া, মাস্টারপাড়া, কালাডেবা, সোনাইপোল সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভূঁইয়া ও মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির। এসময় সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকারও আহবান জানান নেতৃবৃন্দ।
খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহআলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।