মংহাইথুই মারমা,রুমা (বান্দরবান) প্রতিনিধি :
রুমায় মিজানুর নামে এক শিশুর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।রুমা উপজেলার পাইলট পাড়ায় তার বাড়ি। ওই শিশুর বয়স আনুমানিক ১১ বছর।
শিশুর বাবা মোঃ সবুজ কক্সবাজার হয়ে আজিজ নগর থেকে অবৈধ রাস্তার দিয়ে এসেছিল ।
রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে তার বাবা কক্সবাজার আজিজ নগর থেকে আসেন। তখন তাকে এবং পরিবারের সকল সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। পরে গত সোমবার(১৮মে) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বান্দরবান মেডিকেল হাসপাতালে করোনা ল্যাবে পাঠানো হয়।
বুধবার পরিবারের ৪জনের নমুনা পরীক্ষায় শেষে একজনের রিপোর্ট পজিটিভ আসে । এরপরই সন্ধ্যায় ওই ব্যক্তির করোনা আক্রান্তের বিষয়টি তাদের জানানো হয়। সে অনুযায়ী তারা এখন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন।
ওই শিশু করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের রোগি হলেও এই মূহুর্তে তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। তাই বাড়িতেই তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আর আক্রান্ত ব্যক্তি পরিবারসহ যাদের সংস্পর্শে গিয়েছেন, তাদের সবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।