শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা।সময় মতো কৃষকরা কাটাতে পাচ্ছেন না বোরোধান।জমিতে ধানের ফলন হলেও ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা।এসব অসহায় কৃষকের কথা চিন্তা করে পাকাধান কেটে দিয়েছেন রাউজান খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ।কড়া রোধের মধ্যে রোজা রেখে গরীব অসহায় কৃষক কালু মিয়ার এক একর জমির পাকা ধান কেটে দেন খেলোয়াড় সমিতির ৫০জন যুবক। পহেলা মে শুক্রবার সকালে রাউজান উপজেলা পরিষদের পাশে ধান কাটার এ চিত্র চোখে পড়ে।ধান কাটার কর্মসূচী উদ্বোধন করেন রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।এসময় ধান কাটায় অংশ নেন রাউজান খেলোয়াড় সমিতির উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী,মেজবাহ উদ্দিন আকবর,সাবেক সভাপতি সাদিকুজ্জামান শফি, বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন সেকু,সাধারণ সম্পাদক কে এম আজাদ রানা, ইলিয়াছ হোসেন,মোহাম্মদ রুবেল,মোহাম্মদ এরশাদ,মোজাহেরুল হক সোহেল, পারভেজ,সেলিম উদ্দিন,মোহাম্মদ মিজান,মোহাম্মাদ সুজন,মোহাম্মাদ মিয়া, সেকান্দর, রাশেদ তালুকদার, মোহাম্মাদ আকবর,মোহাম্মাদ মহসিন,জয়নাল মুন্সি,সেলিম উদ্দিনসহ ৫০জন যুবক।