এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে করোনা উপসর্গ নিয়ে রোকেয়া বেগম (৭০) নামক এক নারী মৃত্যুবরণ করেছেন। উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র ্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মিজিয়াপাড়া গ্রামের নুর ইসলামের স্ত্রী রোকেয়া বেগম শুক্রবার সকাল ৯টার দিকে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান। বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা ওই নারীর নমুনা সংগ্রহ করেন। বিকেলে পরিবারের লোকজন সর্বোচ্চ সতর্কতায় মরদেহ দাফন করেন। ওই নারী করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে যাননি। পরিবারের অন্য কারো মধ্যেও করোনার উপসর্গ নেই। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। লাকসামে ইতোপূর্বে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এটি দ্বিতীয় মৃত্যু। এবং প্রথম কোনো নারীর মৃত্যু হলো।