এস,এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
লাকসামে করোনাভাইরাসে মুদি দোকানদার আলমগীর হোসেন (৩০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সহকারী আসিফ সহ ১৩জন আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ ছানা উল্ল্যাহ বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত উপজেলায় মোট ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তবে আক্রান্ত অন্যান্য রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যতম সদস্য ডাঃ আবদুল মতিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ ছানা উল্ল্যাহ’র দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার আলমগীর হোসেন (৩০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সহকারী রাফি হোসেনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ল্যাবে পাঠানোর পজেটিভ রিপোর্ট আসে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ ছানা উল্ল্যাহ পরিবারের আরো ৩ সদসদ্যের নমুনা পরীক্ষা করা হলেও তাদের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ ছানা উল্ল্যাহ’র দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার আলমগীর হোসেন (৩০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সহকারী রাফি হোসেনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ল্যাবে পাঠানোর পজেটিভ রিপোর্ট আসে। আজ সন্ধায় তাদের করোনা ভাইরাসের সংক্রমণ আসায় প্রশাসনের মাধ্যমে তাদের বাড়ী লকডাউন করা হয়। লাকসামে এ পযর্ন্ত মোট ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।