এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে করোনার প্রকোপে বিপাকে পড়া ৮ শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
লাকসাম উপজেলা প্রশাসনের সহযোগিতায়, যমুনা ব্যাংক লাকসাম শাখার সার্বিক তত্বাবধানে বুধ ও বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় যমুনা ব্যাংক লাকসাম শাখার ম্যানেজার (অপারেশন) আতাউর রহমান মনির, এ্যাক্সিকিউটিভ অফিসার নাজমুল হাসান, উত্তরদা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ সহ স্থানীয়,ইউপি সদস্য মাসুদুল হক ও গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যমুনা ব্যাংক লাকসাম শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি সারাদেশে করোনার প্রকোপে বিপাকে পড়া হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় লাকসামে ৮ শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।