লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটের কালিগন্জের অালোচিত এন জি ও প্রফিট ফাউন্ডেশন ২০০৩ সালে স্হাপিত হওয়ার পর থেকে জুয়া, প্রকাশ্য ধুমপান, বাল্যবিবাহ, নারী পাচার প্রতিরোধ, সমাজে অসহায় নারীদের সহযোগীতা অব্যহতসহ ঘাতক করোনার লকডাউন ও প্রতিটি উৎসবে অাথিক অনুদান ও এান বিতরন করে অাসলেও এনজিও টির বিরুদ্ধে ২/১ টি মিডিয়ায় ঈষানিত হয়ে অপপ্রচার চালিয়ে ভাব মূত্তিনষ্ট করার পায়তারায় লিপ্ত রয়েছে। প্রফিড ফাউন্ডেশনের নিবাহী পরিচালক ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান অাহম্মেদ এসকল প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, নুরুজামান অাহম্মেদ বলেন, ঘাতক করোনার লকডাউনে হাজার হাজার হতদরিদ্র পরিবারের মাঝে এান বিতরনসহ জনসচেতনতা মূলক কমকান্ড অব্যহত রয়েছে। পৃব শক্রতার জের ধরে একটি মহল বিপদে ফেলানোর জন্য নানা কুট- কৌশল করে চলছে। তিনি এব্যাপারে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।