লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
গত ২৪ ঘন্টায় লালমনিনহাটে ১ জন পুলিশ সদস্যসহ ৩ জন করোনায় অাক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। লালমনিরহাট মেডিকেল সৃএে জানা গেছে,, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১জন, কালিগন্জ উপজেলায় ১জন এবং লালমনিরহাটের ১ জন পুলিশ সদস্য ঘাতক করোনায় অাক্রান্ত হয়েছে। এ নিয়ে লালমনিরহাটে মোট ২৮ জন অাক্রান্ত এর মধ্যে ৩ জন সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছে। এবারে প্রথম পুলিশ সদস্য অাক্রান্ত হয়েছে। তবে কিছুটা উন্নতি হয়ে সুস্হ্য রয়েছ। তার চিকিৎসা চলছে। পুলিশের ফেসবুক অাইডি থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।