লাভলু শেখ লালমনিরহাট থেকে :
লালমনিরহাটে অামফানের প্রভাব দফায় দফায় ৫ দিনে চলতি মওসুমের ফসল, গাছ পালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মঙ্গলবারের শিলা বৃষ্টিতে টিনসেটের বাড়ির ক্ষতি হয়েছে বেশী। লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের অাজিজার রহমানের ছেলে নুর অালম ও মোহাম্মদ অালী ও একই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোছেদ অালীর ছেলে ফারুক অাহম্মেদ জানান শিলা বৃষ্টিতে টিনের ঘর ফুটা হয়ে ঘরে থাকা অনউপযোগী হয়ে পড়েছে। লকডাউনের কারনে টাকা পয়সার অভাব এতে থাকা ঘরের সমস্যা নিয়ে দুচিনতায় দিন যাপন করছেন। একই অবস্তা জেলার বিভিন্ন এলাকায়। তবে উপজেলা প্রশাসনের উদ্দোগে তালিকা করা হচ্ছে বলে জানা গেছে। জেলা এান শাখা জানান, তালিকা মোতাবেক টিন সরবরাহ করা হবে। ক্ষতিগ্রস্হ পরিবার গুলো ওই ফুটা হওয়া ঘরে পলিতিন দিয়ে কোন রকম জীবন যাপন করছেন। ভোক্তভোগিরা সরকারের পক্ষ থেকে দ্রুত টিন সাহায্যের অাবেদন করেছেন। অপরদিকে ভারী বষন হওয়ায় পাকা ধান পানিতে ডুবে গেছে। এছাড়া কোন কোন পাকা ধান ক্ষেত শিলের ডাং লেগে ধান গাছ থেকে দানা ঝুড়ে মাটিতে পড়ে যাওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষক এখন দিশেহারা,, দেশে এখন তিন গজব একসাথে হানা দেয়ায় হতাশা অার টেনশনের বোঝা মাথায় নিয়ে জীবন যাপন করছেন এ অন্চলের কৃষক বৃষ্টির কারনে ধান ঘরে তুলতে হিমশিমে পড়েছে কৃষক লালমনিরহাট কৃষি বিভাগ কিছুটা ক্ষতির কথা শিকার করে বলেন ১০/১৫ দিনের মধ্যে ধান ঘরে তুলতে পারবে কৃষক।