লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় শহরের জেলা পরিষদের ডাক বাংলোয় পুলিশ অভিযান চালিয়ে দুই ভূয়া এনএসআই কর্মকর্তাকে আটক করে। এরা হলো ভূযা এনএসআইয়ের এডি পরিচয় দেয়া মোঃ আরিফুল ইসলাম সুজন(২৬)ও খাজা রাশেদ ( রাশেদ বাবু)(৩৩)। আটককৃত সুজনের কাছ হতে এনএসআইয়ের ভূয়া এডি পদমর্যাদার পরিচয় পত্র ও দৈনিক বাংলার সংবাদ পত্রিকার ষ্টাফ রির্পোটারের কার্ড পাওয়া গেছে। রাশেদ বাবুর কাছে অনলাইন পত্রিকা ডেইলি নব বিজয়ের স্টাফ রির্পোটার ও বিজ্ঞাপন ম্যানেজারের কার্ড পাওয়া গেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ডাঃ মোহাম্মদ ওমর ইবনে হাসানের বিরুদ্ধে একটি নারী ঘটিত বিষয়ের সূত্র ধরে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন ফোর্স(এনএসআই) এর কর্মকর্তা পরিচয়ে কয়েক যুবক অনৈতিক সুবিধা আদায় করতে ডাক বাংলোয় যায়। সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছেলে পুলিশ দুই জনকে হাতে নাতে আটক করে। বাকি ৮/১০ জন যুবক পালিয়ে যায়। আটক আরিফুল ইসলাম সুজনের বাড়ি জেলার আদিতমারী উপজেলার খাতাপাড়া (মাজার) এলাকার আতিয়ার রহমানের পুত্র ও আটক খাজা রাশেদ (রাশেদ বাবু) জেলা শহরের সাহেব পাড়ার মৃত নুরুল হকের পুত্র। এদিকে ডিডি ইসলামিক ফাউর্ডেশনের বিরুদ্ধে জনৈকা নারী শ্লীলতাহানির অভিযোগ এনে সদর থানায় ১৩ মে মামলা দায়ের করে। মামলা নং ৩১। লালমনিরহাট সদর থানার ওসি মোঃ মাহাফুজ জানান,আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।