লাভলু শেখ, লালমনিরহাট : ঘাতক করোনায় লালমনিরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে – ৯ জন অাক্রান্ত হয়েছে। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারীগ্রামের ১ জন সম্পা নামের মহিলা। অপর দিকে অাদিতমারী উপজেলার স্বাপ্টীবাড়ী ইউনিয়নের পৃবদৈলজোর গ্রামের ৩জন এবং বিন্নাগারী গ্রামের মহিলা ও পুরুষ ৫ জন ঘাতক করোনায় অাক্রান্ত হয়েছে।এদের মধ্যে অাদিতমারী হাসপাতালের ২ জন স্বাস্হ্যকমী। করোনায় অাক্রান্ত কয়েক জন ঢাকার নারায়নগন্জ থেকে ফিরত অাসা। তবে ২ উপজেলার অাক্রান্ত এলাকায় কত গুলো পরিবার লকডাউন করা হয়েছে। এ রিপোট লেখা পযন্ত জানা যায়নি। লালমনিরহাট সিভিল সাজন এতথ্য নিশ্চিত করে বলেন তাদের কে উদ্ধার করে অাইসোলেশনে রাখা হয়েছে।