লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট :
লালমনিরহাটে পোল্ট্রিফার্ম করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি কালমাটি গ্রামের মৃত আ: ওয়াহেদের ছেলে মাওলানা কাজী মো: আমিনুর রহমান তিনি শিক্ষকতার পাশাপাশি গত ২০১৮ ইং সাল থেকে নিজস্ব জমির উপর মুরগী ফার্ম গড়ে তোলেন। প্রতি ১ মাসে ১ হাজার মুরগীর বাচ্চা পালন করতে মোট ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়। ৩০-৩৪ দিনে মুরগী খাওয়ার উপযোগী হওয়ায় এই পোল্ট্রি ফার্মের মালিক পাইকারী ১১২/- টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করে দেন। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বিক্রি করে প্রায় ৮০ হাজার টাকা লাভ করেন। ১২ মাসে গড়ে প্রায় ১০ লাখ টাকার মুখ দেখেন। এমন আয় লক্ষ্য করে তার আপন ভাতিজা মো: মিজানুর মিজান পোল্ট্রি ফার্ম নির্মাণ করে। মুরগী পালন করে। তিনি ও স্বাবলম্বী হয়ে উঠেন। কিন্তু জমি-জমার জের ধরে ভাতিজা মিজানুর আপন চাচা আমিনুর রহমানকে হেনস্তা করার জন্য সাজানো নাটক সাজিয়ে ফার্মে বিষ প্রয়োগ করে কাজী আমিনুর রহমান কে দোষারোপ করে আসছেন। এমন কি একাধিক মামলার আসামী করেছেন তাকে। সম্প্রতি ভাইরাসে আক্রান্ত হয়ে আমিনুর রহমানের ফার্মের প্রায় ২৫০টি মুরগী মারা গেছে এবং মিজান পোল্ট্রি ফার্মের ১৪৭ টি মুরগি মারা গেছে। এলাকাবাসি জানান, ভাইরাসে মুরগি মারা গেলেও মিজান নাটক সাজিয়ে বিষ প্রয়োগে মুরগি মারা গেছে বলে দাবি তুলছেন। যে দাবির কোন ভিত্তি নেই। লালমনিরহাট প্রানি সম্পদ কার্যালয় জানান, ১৯৯টি মুরগির খামার রয়েছে। খাদ্যের দাম বেশী ও প্রয়োজনীয় পৃষ্টপোষকতার অভাবে প্রায় ১০০টি মুরগীর খামার বন্ধ হয়ে গেছে।