লাভলু শেখ, লালমনিরহাট থেকে: লালমনিরহাটের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জাওরানী গ্রাম থেকে ১টি ভারতীয় ময়ূর উদ্ধার করেছে গ্রামবাসীরা।
সোমবার ২৫ মে বেলা সাড়ে ১২টার দিকে জাওরানী গ্রামের প্রভাষক আব্দুস ছালামের বাড়ির পাশ থেকে এ ময়ূরটিকে আটক করে।
এলাকাবাসী জানান, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়তে যাওয়ার সময় গ্রামবাসী ময়ূরটিকে দেখতে পায়। পরে গ্রাসবাসীরা ধাওয়া করে ময়ূরটিকে পুকুর পাড় থেকে আটক করে। এদিকে আটকের পর বিষয়টি হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানায় গ্রামবাসীরা।
হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে ওই এলাকায় লোক পাঠানো হয়েছে। ঝড়ের কারণে সীমান্তের ওপাড় থেকে বাংলাদেশে চলে এসেছে। রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।