লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলা কারাগারের কারারক্ষী জাহাঙ্গীরসহ ২জন কারারক্ষী ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হলে সেই সংবাদ প্রকাশের জের ধরে রোববার ৬টার দিকে দৈনিক আমার সংবাদ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি সাংবাদিক এস. অার. শরিফুল ইসলাম রতন লালমনিরহাট কারাগারের জেল সুপারের সাথে দেখা করতে গেলে কারাগারের গেটে কারারক্ষী জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন কারারক্ষী অতর্কিত ভাবে হামলা চালালে খুন জখমের ঘটনা ঘটে গুরুত্বর অাহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিক রতনের উপর এ হামলার তীব্র নিন্দা জানিয়ে লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকরা অবিলম্বে কারারক্ষী জাহাঙ্গীসহ দায়ী কারারক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মিমাংসা করে দেয়া হবে মর্মে সাংবাদিক রতনে সাথে কথা হয়েছে।