নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় জোয়ার ইকোট্যুরিজম প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারী সংস্থার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে একটি স্বার্থান্বেষী মহল। এনজিও জোয়ারর পরিচালকের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ওই মহলটি। তাছাড়া ওই মহলটির নানা প্রকার হুমকির কারনে এনজিওটির কর্মীবৃন্দ নিরাপত্তা হীনতায় ভুগছেন। ১১ মে (সোমবার) দুপুরে জোয়ারের প্রকল্প সম্মন্বয়কারী সুবর্ণা রাণী মিত্র শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ৮মাস আগে সুন্দরবন নির্ভরশীল জনগোষ্ঠির বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরণখোলায় তারা কাজ শুরু করেন। এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেন। এছাড়া সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারের পাশে ১২ বিঘা জমির উপর ইকোপার্ক নির্মানের কাজ ইতোমধ্যে শুরু করছেন।এসব কাজ শুরু করার পর স্থানীয় একটি এনজিও’র পরিচালক তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। জোয়ার নামে একটি ফেইসবুক আইডি খুলে নানা অপপ্রচার চালায়। এ ব্যাপারে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গত ১ মে তাদের সংস্থার সাবেক কর্মী সুমি আক্তার ও মারুফা বেগমের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি সংগঠিত হয়। ওই ঘটনায় আকাশ ও সুবর্না রানী আদৌ জড়িত নয়। চার মাস আগে মারুফা বেগমকে চাকুরি থেকে আপসারনের পর তিনি বেতনের কিছু টাকা পাওনা দাবি করে সংস্থাটির পরিচালক আঃ রহমান আকাশের বিরুদ্বে অভিযোগ করেন। এ সুযোগে স্বার্থান্বেসী মহলটি মারুফাকে হাতিয়ার করে এনজিওটির পরিচালক সহ তিন জনের নামে শরনখোলা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করান ষড়যন্তকারীরা। এছাড়া পরিচালকের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে কতিপয় ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা রকম অপপ্রচার চালিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করে চলছে। তাই নিরপেক্ষ তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এনজিওটির সমন্বয়কারী সুবর্না রানী মিত্র।##